অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবার ভারতে আসছেন জামাই হিসেবে। আইপিএলে আসার আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ক্রিকেটার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেরে ফেললেন বিয়ে। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়াতেই তাদের বিয়ে হল দুই দেশের রীতি অনুসারে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছে তারা। গায়ে হলুদ থেকে মালা বদল বাদ যায়নি কোনো কিছুই। গত সপ্তাহেই সরকারিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল এবং বিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
বিয়ের অনুষ্ঠানেই ঘটেছে মজার এক ঘটনাও। যে ঘটনা মোড় নেয় থানা পর্যন্ত। বিনির ভাই-বোন-বন্ধুরা নতুন জামাইয়ের জুতো লুকিয়ে রাখেন মজার ছলে। বিষয়টি জানা ছিল না এই ক্রিকেটারের। যথেষ্ঠ নিরাপত্তা সত্ত্বেও জুতো চুরি হয়ে গেছে ভেবে এফআইআর করেন ম্যাক্সওয়েল। পরে ভারতীয় বিয়ের মজার রীতির কথা জেনে অভিযোগ প্রত্যাহার করে নেন এই খেলোয়াড়।
গত মাসেই তামিলে ছাপানো ম্যাক্সওয়েল-বিনির বিয়ের কার্ড ভাইরাল হয়ে ছিল সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালে করোনাকালীন সময়ের লকডাউন হওয়ার আগেই তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। কিন্তু মহামারীর জন্য পিছিয়ে যায় বিয়ের অনুষ্ঠান। শেষ পর্যন্ত ভারতে আইপিএল খেলতে আসার আগেই বিয়ে করার সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল-বিনি।
Leave a Reply