ফরিদপুর জেলা বিএনপির ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক করা হয়েছে সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব হয়েছেন এ কে এম কিবরিয়া স্বপন।
যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, আজম খান ও তানভীর চৌধুরী রুবেল।
সদস্যরা হলেন- খন্দকার নাসিরুল ইসলাম, রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, জাফর হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট গুলজার হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার খায়রুল আনাম ও অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা।
১৭ সদস্যের মহানগর বিএনপি-
এ এফ এম কাইয়ুম জঙ্গীকে আহ্বায়ক করে ফরিদপুর মহানগর বিএনপির ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য সচিব হয়েছেন গোলাম মোস্তফা মিরাজ। যুগ্ন আহ্বায়ক পদে রয়েছেন-
এ বি সিদ্দিক মিতুল,
মো: তৈয়ব আক্তার টুটুল,
মিজানুর রহমান মিনান,
ওবায়দুল কাদের,
সরফরাজ করিম,
শামসুল আরেফীন সাগর,
মো, শামসুর রহমান কুটু,
আরিফুজ্জামান অপু,
নাসির উদ্দিন মিলার,
আলমগীর ভুইয়া
ও
এমদাদুল হক এমদাদ।
সদস্য পদে রয়েছেন-
মোস্তফা মাহমুদ পরাগ,
কাইয়ুম মিয়া,
মো: কামরুল ইসলাম মিল্টন
রাজন খান।
দীর্ঘদিন পর ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
Leave a Reply