মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলারৈ ঔষধ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পরিচর্যা হাসপাতালের হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ফরিদপুর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
নাটাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: সিদ্দিকুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ,ফরিদপুরের সভাপতি ডা:এম এ জলিল।সভাটি পরিচালনা করেন নাটাবের জেলা সমন্বয়কারি মো: শাহিনুল ইসলাম।
আলোচনায় সভায় জেলার ৩৫ জন ঔষধ ব্যবসায়ী অংশ নেন।
Leave a Reply