মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির কর্মীসভা রবিবার বিকেলে স্থানীয় গদাধর ডাংগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন সিকদার এর সভাপতিত্বে এসময় কোতোয়ালি বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রানু মিয়া, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার মৃধা, ইউনিয়ন বিএনপি নেতা শামসুল আলম বাবুল, আশরাফুল হক বুলেট, মোঃ ওবায়েদুর রহমান,ইসহাক শেখ, নুরুল আলম খান নান্টু, মোঃসাদ্দাম হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু,মহানগর ছাত্র দলের সভাপতি শাহরিয়ার শিথীল, ভিপি ইউসুফ,ভিপি সেলিম,জিন্না মেম্বার, হুমায়ুন মৃর্ধা,হাসেম খান, রাসেল,মহিলা দলের বিলকিস ইসলাম, নাজরীন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply