মাহবুব পিয়াল, ১ মে,ফরিদপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আইজউদ্দিন মৃর্ধার ডাঙ্গি গ্রামের মোল্লা বাড়িতে রবিবার সকালে ছাত্র-সমাজ কল্যান সংস্থার উদোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদের খাদ্য ও নগদ অর্থ তুলে দেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।
প্রবীন সমাজসেবক ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী শেখের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কাশেম মোল্লা,মাইনুদ্দিন আহমেদ মোল্লা,মোঃহাফিজুর রহমান মন্ডল, এ্যাডভোকেট মোসাদ্দেক আহম্মেদ,শফিউদ্দিন মাস্টার ও ছাত্র-সমাজ কল্যান সংস্থার সভাপতি মোঃ ইদ্রিস আলী মোল্লা। এসময় ছাত্র-সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ রেজাউল করীম,সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা,হাসিবুল হক,মোঃ ফরিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও নগদ অর্থ বিতরন করা হয়।
Leave a Reply