
নওগাঁর পত্নীতলায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়, যা কাঁচা মরিচের দরদামে ডাবল সেঞ্চুরি।
শুধু কাঁচা মরিচই নয় কাঁচা বাজারেও ছড়িয়ে পড়েছে অস্থিরতা। প্রতি কেজি করলা ৮০ টাকা, বেগুন, কচুর বই ৫০ টাকা, শসা ৪০ টাকা, ডিমের হালি ৩৮-৪০ টাকা, পটল ৫০ টাকা। ১০ টাকার মিনি সাবান বিক্রি হচ্ছে ১৫ টাকা, ৫ টাকার কোন কোন বিস্কিটের মিনি প্যাকও বিক্রি হচ্ছে ১০ টাকায়।
আজ কয়েকদিন ধরেই বাজার ঘুরে একই অবস্থা দেখা গেছে।
নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের পাশাপাশি প্রসাধনী, ওষুধ, পরিবহন ভাড়া সব জায়গাতে দ্রব্যমূলের ঊর্ধগতি পাগলা ঘোড়া ছুটেই চলেছে, কোথাও সস্তি নেই।
ভোক্তাদের আরো অভিযোগ, সব কিছুর ব্যয় বেড়েছে কিন্তু আয় বাড়েনি, চাকরিজীবীদের বেতন বাড়েনি।
এদিকে ভ্যান ভাড়া নির্ধারণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সমিতি থেকে পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছে অথচ তাদের আবেদনের যে ভাড়া নির্ধারন করতে চাই পূর্বে থেকেই তারা সেই ভাড়ায় নিয়ে আসছেন।
বেড়েছে চাল, ডাল, মসলার দাম। বিক্রেতাদের মতামত মোকাম (আড়ৎ), কোম্পানি বা কৃষকের নিকট থেকে যে মূল্যে তারা পাইকারি নিচ্ছেন তা থেকে সামান্য লাভেই তারা বিক্রি করছেন।
Leave a Reply