ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ তিনি এ ঘোষণা দেন।
এসপি মো. শাহজাহান বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একত্রে কাজ করতে চাই। আমরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না।
পুলিশ সুপার আরো বলেন , ফরিদপুরকে একটা শান্তির শহর প্রতিষ্ঠা করতে হবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন ফরিদপুরে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য এবং জেলা বাসি মঙ্গলের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি সদ্যবিদায়ী পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর উদ্ধৃতি দিয়ে বলেন তাকে যেভাবে আপনার সহযোগিতা করেছেন আমাকে অনুরূপভাবে সাহায্য করবেন সে প্রত্যাশা কামনা করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে সাংবাদিকবৃন্দ এবং পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তিনি বলেন সমাজের সামাজিক সমস্যাগুলো সমাধানে সবাই একসাথে কাজ করতে চাই। পারিবারিক সমস্যা সমাধানে আইনের মাধ্যমে করার সমাধান করতে হবে, এছাড়া সন্ত্রাসীদের মোকাবেলা আইন দিয়ে করতে হবে সন্ত্রাসী যত বড় শক্তিশালী হোক না কেন সে আইনের উর্ধ্বে নয় নয়। আইন প্রয়োগ করে সন্ত্রাসীকে কঠোর ভাবে দমন করা হবে একই সাথে তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের পক্ষে কাজ করতে চাই এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্করসহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
Leave a Reply