1. admin@thedailypadma.com : admin :
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত

  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী প্রখ্যাত আলেম ও ধর্মীয় চিন্তাবিদ মুজিবুর রহমান আনসারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় গুজারগাহ মসজিদে এ ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণ জুড়ে রক্তাক্ত লাশগুলো পড়ে রয়েছে।

হেরাত প্রদেশের গভর্ননের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন এবং আরো ২৩ জন আহত হয়েছেন।

হেরাত পুলিশের মুখপাত্র মাসুদ রাসুলি জানিয়েছেন, মুজিবুর রহমান আনসারি ও তার কয়েকজন দেহরক্ষী এবং আরো কয়েকজন সাধারণ নাগরিক মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। একজন আত্মঘাতী বোমারু আনসারির হাতে চুমো খাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটায়।

তবে এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বোমা বিস্ফোরণের পেছনের কুশিলবদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews