1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা, আহত ২৫ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা, আহত ২৫

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের আদালত প্রাঙ্গণে বিএনপির একটি মিছিলে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানায় বিএনপি। আহতদের ফরিদপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী এ মিছিলে হামলা চালায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে হামলা চালায়। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে অতর্কিত সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সেখানে লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা আশেপাশের নিরাপদ স্থানে অবস্থান নিতে গেলে সেখানেও হামলা চালিয়ে তাদের আহত করা হয়।

এ ঘটনার পর আইনজীবী সমিতির ভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করছিলেন। তাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিলো আপনারা নিরস্ত্রভাবে শান্তপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু আমাদের নিরস্ত্র করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে৷

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপরে কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নায়াব ইউসুফ বলেন, আমাদের বিএনপির নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ আনন্দ মিছিল করতে গেলে ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এতে অন্তত বিএনপির ২৫ জন নেতাকর্মী আহত হয়। আমরা এ হামলার তিব্র নিন্দা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews