মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখা কমিটির মত বিনিময় সভা বুধবার (৭ সেপ্টেম্বর)রাতে ফরিদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রিয় কমিটির মহা সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মোল্লা ।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলার সভাপতি ডা: এমএ জলিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস ছাত্তার মিয়া (ভিপি ছাত্তার),নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ । বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সম্পাদক অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার,রাজবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা,কাদেরদি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ আজিজ,ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ,এফডিএর নিবার্হী পরিচালক মো: আজহারুল ইসলাম, প্রফেসর মো: বিল্লাল হোসেন,প্রফেসর প্রশান্ত কুমার সাহাসহ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply