1. admin@thedailypadma.com : admin :
- দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

চলতি বছর ফরিদপুরে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। জেলা সদরসহ ৯টি উপজেলায় এ বছর ৮৩০টি পূজামণ্ডপ তৈরি করা হচ্ছে। এসব পূজা মণ্ডপকে ঘিরে ধর্মীয় আবহের বাইরে মাইকে গানবাজনা করে শব্দদূষণ ও মাদকের অপব্যবহার রোধ করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার সকাল হতে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, সারাদেশের মধ্যে ফরিদপুরে এবার রেকর্ড সংখ্যক দুর্গাপূজা মণ্ডপ তৈরি হচ্ছে।

সভার সভাপতি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, দুর্গাপূজা সবার উৎসব। নির্বিঘ্নে নির্ভয়ে এই উৎসব আয়োজন করতে হবে। তিনি বলেন, মিউজিক ও মাদক এ দুটি এই উৎসবে বড় সমস্যা। ধর্মীয় শ্রদ্ধাবোধ থাকলে এ দুটি জিনিস পরিহার করবেন যে কেউ। তিনি বলেন, মাদক সম্পূর্ণ বর্জনীয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর বিরুদ্ধে অবস্থান জিহাদের মতো। পূজামণ্ডপে যেনো ধর্মীয় আবহের সংগীতই বাজানো হয়। আর যেকোনো মাদক নির্দিষ্ট বারের বাইরে এমনকি নিজ ঘরেও সেবন আইন পরিপন্থী। পারমিট থাকলেও তারা বারের বাইরে মদ খেতে পারেন না আইনত। সে জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম) বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই পূজার আয়োজন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সর্বাত্মক সহায়তা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও অপপ্রচার যেন না হয় সেজন্য কোনো কিছু প্রচার করতে গেলে যেনো নিশ্চিত হয়ে দ্বায়িত্বশীলভাবে প্রচার করতে হবে। উড়ো কোনো তথ্য দিয়ে যেনো বিভ্রান্তি ছড়ানো না হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নির্দেশনা তুলে ধরে বলেন, জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে তবে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না।

ফরিদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ বলেন, পূজা মণ্ডপে ধর্মীয় ভাবাবেগ ও মাতৃবন্দনামূলক সংগীত বাজানো যেতে পারে যেন মানুষ ঈশ্বরমুখী হয়। পূজা মণ্ডপের মধ্যেই যেনো মাইকের শব্দ সীমাবদ্ধ থাকে। ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যেনো মানুষের অসন্তুষ্টির কারণ হতে না হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, সামাজিক সম্প্রীতির বিষয়টি গুরুত্ব দিতে হবে। জুমার খুতবায় ইমাম সাহেবরা এ ব্যাপারে সচেতনতামূলক বক্তব্য দিতে পারেন।

সভায় আরো বক্তব্য দেন- জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর বাজার বণিক সমিতির সভাপতি মাসুদুল হক, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা প্রমুখ।

এ সময় জেলার ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক আকরাম হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের নেতারা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews