মাহবুব পিয়াল, ১৫ অক্টোবর, ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী বেকারী ” বিসমিল্লাহ্ বেকারী এন্ড ক্যাফেটেরিয়া এর থানা রোড় শাখার প্রথম প্রতিষ্টা বার্ষিকী জমকালো নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে শহরের থানা রোডের ” বিসমিলাহ্ বেকারী এন্ড ক্যাফেটেরিয়ার শো-রুমে আলোচনা সভা,দোয়া মাহফিল ও ৯০ইঞ্চির একটি বিশাল পিজা কেটে অতিথিদের খাওয়ানো হয়।
প্রতিষ্টা বাষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। বিসমিল্লাহ্ বেকারী এন্ড ক্যাফেটেরিয়ার প্রোপাইটর মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর ফাষ্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আব্বাসউদ্দীন,সিটি কলেজের সহকারী অধ্যাপক আমিরুজ্জামান মিয়া, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃমাসুদ ইকবাল,সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুমন চৌধুরী,ব্যবসায়ী রিপন বাপ্পী সহ অরো অনেকে। পরে বিসমিলাহ্ বেকারী এন্ড ক্যাফেটেরিয়ার উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: শফিকুল ইসলাম।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিজার ৯টি নতুন আইটেমের সংযোজন করাহয়েছে। এখন থেকে ” বিসমিল্লাহ্ বেকারী এন্ড ক্যাফেটেরিয়ার থানা রোড শাখার শো-রুমেঃ সসেস কার্নিভাল পিজা, বার্বি কিউমিট ব্লাষ্ট পিজা, রেড-সান পেপোরনি পিজা,বেকন এক্স সালামি পিজা, চিকেন আল ফ্রেডোপিজা, টাইপিক্যাল ভেজিটেরিয়ান পিজা, ফোর সিজন পিজা,টুনাফিস পিজা ও স্রিম্প পিজা পাওয়া যাবে।
Leave a Reply