খালেদা ইয়াসমিন লিপি , ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোঃ জাকির হোসেন (২৯) ৪ দিন ধরে নিখোঁজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর সন্ধান পাননি পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির। চিকিৎসক নিখোঁজের ২ দিন পরে গত ১০ নভেম্বর তিনি এ জিডি করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চিকিৎসক জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব শেষ করে হাসপাতাল ত্যাগ করেন। মঙ্গলবার দিবাগত রাত (৯ নভেম্বর) ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, ‘বিদ্যুৎ নেই, তাঁর (জাকির হোসেন) মোবাইল ফোন যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।’ এর কয়েক ঘন্টা পর ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার মোবাইল ফোনে জাকির হোসেনের মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, ‘শাশুড়ি অসুস্থ্য। জরুরী ঢাকায় যেতে হবে। আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে।’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ৯ নভেম্বর চিকিৎসক জাকির হোসেনের স্ত্রী আমাকে জানান তাঁর স্বামী (জাকির হোসেন) বাসায় ফেরেন নি। জাকির হোসেনের শাশুড়িও অসুস্থ নন। এর পর ১০ নভেম্বর পর্যন্ত জাকির হোসেনের কোন খোঁজ না পেয়ে ভাঙ্গা থানায় জিডি করি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা স্¦াস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ভাঙ্গা থানায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Leave a Reply