ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে অস্থায়ী মঞ্চে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন অংশ নেয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ স্বাধীনতা চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত থাকেন পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম সেবা। পুষ্পমাল্য অর্পণের পূর্বে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন, এবং দোয়া ও মোনাজাত করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান পিপিএম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন। তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি নিদর্শন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন লেখা প্রাতিষ্ঠানিক ও পারিবারিক ভাবে সংরক্ষণ করার কথা বলেন। যাতে করে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।
Leave a Reply