বল টার্ন হয়েছিল। আক্সার প্যাটেলের সেই ডেলিভারিতে সুইপ করে উইকেটের পেছন দিয়ে সীমানা ছাড়া করলেন জাকির হাসান। উইকেটের অন্যপ্রান্তে গিয়ে শূন্যে একটা লাফ দিলেন। টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে পেয়ে যান শতকের দেখা। তবে সেঞ্চুরির পর আর কোনো রান তোলার সুযোগ পাননি। ফিরে যান পরের ওভারের দ্বিতীয় বলেই।
২২৪ বল ক্রিজে টিকেছিলেন। ১৩ চার আর এক ছক্কায় ১০০ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। বিরাট কোহলি সেই ক্যাচ লুফে নেন।
অভিষেক টেস্ট ম্যাচে শতক হাকানো চতুর্থ বাংলাদেশি তিনি। বাংলাদেশের প্রথম টেস্টে আমিনুল ইসলাম বুলবুল শতরান করেছিলেন। একই পথ অনুসরণ করেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া ১০ নম্বরে ব্যাট করতে নেমে অভিষেকে শতক হাঁকিয়ে রেকর্ড করেছিলেন আবুল হাসান রাজু। সিলেটের বড় ভাই রাজুর পথে হাটলেন একই এলাকার আরেক ক্রিকেটার জাকির হাসান। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শতক হাকিয়ে অভিষেকটা রাঙিয়ে তুললেন।
Leave a Reply