মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শহরের কমলাপুর এলাকার জাহাঙ্গির সাধুর বাড়িতে ৪র্থ তম বাৎসরিক সাধু সংঘ এবং ফরিদপুর বাউল সংগঠন ও সমাজকল্যান সংস্থার ২য় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শনিবার (৭জানুয়ারী) রাতে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: নজরুল ইসলাম মৃর্ধা ।
ফরিদপুর বাউল সংগঠন ও সমাজকল্যান সংস্থার সভাপতি মো: জাহাঙ্গির আলম সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাউল আদেল শাই,আলাউদ্দিন ফকীর(রাজবাড়ী) সংগঠনের সহ-সভাপতি মো: বাবুল ফকির, সাধারন সম্পাদক সুইম বাউল,সাংগঠনিক সম্পাদক মো:স্বপন মিয়া,কোষাধ্যক্ষ মো: রাজ্জাক মৃর্ধা কার্যকরী সদস্য আলমগীর মৃর্ধা,মো:ইমরান সরদার ।পরে বাউল সংগীত পরিবেশন করেন বাউল বাবু ফকীর,বাউল এস এম ফরিদউদ্দিন, বাউল আফসারউদ্দিনসুইম বাউলবাউল,বাউল স্বপন মিয়া,বাউল শারমিন লালনী(রাজবাড়ি)বাউল বাবু,বাউল স্বপন মিয়া,সাজু বাউল শামু সরকার,রাজু বাউল।
Leave a Reply