সম্মেলনের আট মাস পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সোমবার (৯ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ২০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘মাননীয় সভাপতির নির্দেশক্রমে অনুমোদন করা হলো।’
গত বছরের ১২ মে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে। ওই সম্মেলনে সভাপতি হিসেবে শামীম হক এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহ্ মো. ইশতিয়াক আরিফের নাম ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
ঘোষিত ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে সহ সভাপতি করা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিন জন করে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদক পর্যায়ে সদস্য ৩৯ জন এবং সদস্য করা হয়েছে ৩৬ জনকে।
প্রসঙ্গত, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় সভাপতি মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১০ জন এবং সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২১ জন।
Leave a Reply