জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা ব্যাপকহারে বেড়েছে। গত বছর পৃথিবীতে প্রতি চার দিনে একজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। তবে এর আগের তিন বছরে অবশ্য সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা কম ছিল।
ইউনেস্কো প্রকাশিত ২০২১-২২ ফ্রিডম অব এক্সপ্রেশন রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
ইউনেস্কোর রিপোর্টে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮।
বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক নিহত হয়েছে।
এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছে ১৬ জন সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছে ১১ জন সাংবাদিক।
ওদিকে, বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যানের হিসাবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছে ১৯ জন সাংবাদিক। এরপরের অবস্থানেই আছে ইউক্রেন। সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে ১০। আর হাইতিতে নিহত হয়েছে ৯ জন সাংবাদিক।
নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply