মাহবুব পিয়াল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিদ্যালয়ের নিজস্ব মাঠ পাঙ্গনে অনুষ্ঠিত হযছে।
সকাল ১১টার জাতীয় পাতাকা, পায়রা ও ফেষ্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ,যুগ্ন-সাধারন সম্পাদক বেগম ঝর্না হাসান,সমাজ সেবক ও নারী নেত্রী আনোয়ারা বেগম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির।অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শওকত হোসেন।
এছাড়া ফরিদপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
এতে মোট ১৬ টা ইভেন্টে চার গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিরা অংশগ্রহণ করে। এছাড়া সাবেক ছাত্রীদের, বিদ্যালয়ের শিক্ষকদের , আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে একটি করে খেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply