ফরিদপুর প্রতিনিধি: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়ণের প্রতিবাদে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে ফরিদপুর জেলা বিএনপি’র পদযাত্রা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়।
পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খাঁন পলাশ,যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,এম কে আক্তার টুটুল, কেন্দ্রীয় যুবদল এর সহ সভাপতি ফরিদপুর বিভাগ বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply