1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্য বাহী বিলচাপাদহকে জেলেদের হাত থেকে কেড়ে নেবার ষড়যন্ত্রের অভিযোগ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্য বাহী বিলচাপাদহকে জেলেদের হাত থেকে কেড়ে নেবার ষড়যন্ত্রের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি  : ফরিদপুরের বোয়ালমারী  উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহ্য বাহী বিলচাপাদহে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় সংশ্লিষ্ট মৎস্য জীবীদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেরা জানান,বেশ কয়েক বছর ধরে সরকারী এ বিলটিতে পরিকল্পিত ভাবে মাছের চাষ হয়ে আসছে। বরাবরের ন্যায় এবারও কিছুদিন আগে বিলে চলতি মৌসুমে র মাছ চাষের উদ্বোধন করা হয়। গত কয়েকদিনে বিলে প্রায় সাড়ে তিনশত মন বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও বিলে শোইল,বোয়াল,আইড়,চিতল সহ নানা জাতের প্রাকৃতিক মাছ ছিলো। কিন্তু বুধবার (৫ এপ্রিল)  জেলেরা দেখতে পান বিলের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। বিলের সর্বত্র এখন মরা মাছের ছড়াছড়ি। স্থানীয়রা বিলে ভিড় জমাচ্ছেন মরা মাছের দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যেই মরা মাছের গন্ধে এলাকার বাতাস ভারি হয়ে উঠতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ন কবির মোল্যা বলেন, বিলকে ঘিরে স্থানীয় জেলেরা রাতদিন পরিশ্রম করেন। তাদের জীবীকার একমাত্র অবলম্বন এই বিলচাপাদহ। কিন্তু এবার তাদের শেষ করে দেয়ার পায়তারা শুরু হয়েছে। এলাকার একটি প্রভাবশালী গোষ্ঠী নানা অযুহাতে এবার শুরু থেকেই বিলে মাছ চাষের বিরোধিতা করে আসছে। তারা জেলেদের হাত থেকে বিলচাপাদহকে কেড়ে নিতে চায়। ঐ অশুভ চক্রটির  ইশারায় বিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

বিলচাপাদহ মৎস্য জীবী সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক লক্ষিকান্ত রায় চরম হতাশা ব্যাক্ত করে বলেন,আমাদের সব শেষ হয়ে গেছে ভাই। জেলেরা বিলে মাছ চাষ করে ভালো থাকুক এটা এলাকার একটি মহল চায়না। আমাদেরকে বিল থেকে উচ্ছেদ করতেই বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা যুক্তি দেখিয়ে বলেন,পানিতে অক্সিজেনের অভাব হলে শুধু অবমুক্ত করা পোনা মাছ মারা যাবার কথা কিন্তু এক্ষেত্রেতো সকল নেচারাল মাছ এমনকি জলজ পোকামাকড় পর্যন্ত মরে ভেসে উঠছে। এতে প্রমাণ হয়,পরিকল্পিত ভাবেই বিলে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতি করা হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক আরো জানান,পুলিশ প্রশাসন,মৎস্য অফিস সহ আমরা সংশ্লিষ্ট সরকারী দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করেছি। ইতিমধ্যে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বিলের পানি ও মরা মাছের পরিক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। বিল পাড়ের বাসিন্দা এলাকার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মজিবার রহমান বলেন,ঘটনাটি খুবই দূঃখ জনক। মৎস্য জীবীদের অনেক ক্ষতি হয়েছে। তবে কিভাবে মাছ মরেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। অবশ্য আমার ধারণা, বিলের দখল-কর্তৃত্ব নিয়ে মহল বিশেষের চলমান  ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধ্বংসাত্মক তৎপরতা সংঘটিত হয়ে থাকতে পারে।

জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আঃ ওহাব বলেন,বিলচাপাদহ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আবার বিলে মাছের পোনা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। আসলে সেখানে কি ঘটছে পরে জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews