মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবার শরীফের ৪০ তম বাৎসরিক ওরশ ও ধর্মসভা আজ ১০মে বুধবার অনুষ্টিত হবে।প্রয়াত ফকির মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিশ্তী আল নুরে নিজামী’র বাসভবনে রাত ভর নানা কর্মসূচী পালনের মাধ্যমে বাৎসরিক এই ওরশ অনুষ্টিত হবে।
ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবার শরীফের গদীনশীন আজিজুল ইসলাম চিশ্তী জানান, দরবারে বাদ মাগরিব ধর্মীয় আলোচনা, ওয়াজ নসিয়ত ও দোয়া ।বাদ এশা খাজা বাবার সামা গজল,গভীর রাতে শেজরা শরীফ পাঠ।শেজরা শরীফ পাঠ শেষে সুবেহ সাদিকের পূর্বে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হবে।উক্ত ওরশে সকল ভক্তবৃন্দ,জাকেরান ওআশেকানদের উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।এ ছাড়া ওরশ চলাকালিন সময় কয়েক দফায় নেওয়াজ বিতরন করা হবে।
Leave a Reply