মাহবুব পিয়াল,প্রতিনিধি,ফরিদপুর :
ফরিদপুরে ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদের হল রুমে এই ডিলিং লাইসেন্স প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা প্রকৌশলী আলমগীর কবির, কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আব্দুল গাফফার হোসেন, সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেষে ১২০ জন ব্যবসায়ীর মধ্যে ডিলিং লাইসেন্স প্রদান করা হয়।
Leave a Reply