ফরিদপুর শহরের কমলাপুর শেখ শাহাবুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল শিক্ষার্থীরা এখন আর খেলা করতে পারে না।সামান্য একটু বৃষ্টি হলে মাঠে থৈ থৈ পানি জমে য়ায়।স্কুলের পাশ দিয়ে ড্রেনেজ খালটি মাটি দিয়ে ভরাট করায় ড্রেনেজ ব্যবস্থা একবারে ভেঙ্গে পড়েছে।ফলে স্কুলের প্রবেশ পথ এবং মাঠটিতে এখন প্রায় সময়ই পানি দ্বারা পরিপূর্ণ থাকে।বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবী তাদের খেলার মাঠটি পানিমুক্ত করে দেওয়া হোক।
ছবিটি বুধবার(২৪মে) দুপুরে তোলা-ছবি :মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি, ।
Leave a Reply