খন্দকার ইয়াকুব আলী; প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় ১ দফার দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আজ বেলা ১২ টার সময়ে দলের পার্টি অফিসের সামনে থেকে বিশাল এক পদযাত্রার মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী রাস্তার মোড়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে কর। সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেছ আলী ঈছা।
এখানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু,মহানগর বিএনপির আহ্বায়ক এএফ এম কাইউম জঙ্গী,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন,যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল,যুগ্ন আহ্বায়ক এম কে আক্তার টুটুল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরিদপুর বিভাগ বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সৈকত হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি , যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।শামা ওবায়েদ রিংকু তার বক্তব্যে বলেন এই সরকার ভোট চোর সরকার তারা দিনের ভোট রাতে দিয়ে দেয়, তাদেরকে এদেশের জনগণ বিশ্বাস করে না,এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, দেশে আজ দ্রব্যমুল্য উর্ধগতি মানুষ তাদের চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারছে না,তাই আজ প্রয়োজন হয়ে এই সরকারকে হটিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার যাতে করে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
Leave a Reply