মাহবুব পিয়াল,ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেলে শহরের আলিপুর এলাকার হাসিবুল হাসান লাবলু সড়কে ফিতা কেটে নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ আব্দুর রহমান,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক.সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ,জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো: নাছির,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগমসহ জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।এ ছাড়াও কার্যালয় চত্বরে বৃক্ষরোপন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply