মাহবুব পিয়াল,ফরিদপুর :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফরিদপুরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ রোববার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এ কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদর্শন করে স্বাধীনতা চত্বরে পৌছে সমাবেশ করে।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম প্রমুখ।
বক্তাগণ তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠন করে আগামী নির্বাচন অনুষ্টিত হবে।।
Leave a Reply