মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর পৌর এলাকার ১৭ নং ওয়ার্ডের গুহলক্ষীপুর চুনাঘাটা থেকে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি পর্যন্ত কুমার নদের বেড়ি বাঁধের ভাঙ্গা সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ শাওন খান,স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী,আহম্মেদ প্রমানিক,হারুন মন্ডল খালেদ মিয়া,আখের আলী, আব্দুর রব, ও মিন্টু শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে কুমার নদটি খনন করার পরের বছর বেড়িবাধ সড়কটি ধ্বসে নদে নেমে যাচ্ছে। দীর্ঘ ৪ বছর ধরে বেরিবাধ সড়কটি বেশ কয়েক জায়গায় ধ্বসে চলাচলের অনুপযোগি হয়ে আছে। প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কে কোন ফায়ার সার্ভিসের গাড়ি, কোন এ্যাম্বুলেন্স এমনকি সাধারণ যানবাহন চলাচল করতে পারে না। ঝুকিঁ নিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনায় পতিত হয়।রিক্সা ও ভ্যান উল্টে গিয়ে প্রতিদিনই আহত হবার ঘটনা ঘটছে ।এছাড়াও সড়কের পাশে বেশকিছু বাড়ি ঘরও রয়েছে ঝুকির মধ্যে।
এই অবস্থায় সড়কটি স্থায়ী ভাবে সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসি।
Leave a Reply