খোন্দকার ইয়াকুব আলী; ফরিদপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলীপুর গোলপুকুর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে করে। মিছিল ও সমাবেশ এর সভাপতিত্বে করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। মিছিল ও সমাবেশ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ)শামা ওবায়েদ রিংকু।এখানে আরো উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব মোঃ জহুরুল হক শাহাজাদা মিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল,সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,যুগ্ন আহ্বায়ক এম কে আক্তার টুটুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (ফরিদপুর বিভাগ) বেনজীর আহমেদ তাবরিজ,ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুল হক মৃধা, সদস্য সচিব আবু সাইদ ইয়াদ তন্ময়সহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply