পাওয়ার প্লেতেই দুই ওপেনার নেই বাংলাদেশের। লিটন দাস ও তানজিদ তামিম, উভয়েই ফিরেছেন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান। মিরাজ ব্যাট করছেন ২৮ রানে। মাঠে আছেন শান্তও।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। খেলতে নেমেই প্রথম বলে উইকেট বিলিয়ে এসেছেন লিটন। বোল্টের বলে ম্যাট হ্যানরিকে ক্যাচ উপহার দিয়েছেন তিনি।
লিটন দাসের গোল্ডেন ডাকে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী মিরাজ ও তানজিদ তামিম।
অনেকটা স্বাচ্ছন্দ্যেই খেলতে থাকেন দুজনে। ৪৯ বলে ৪০ রানের জুটি গড়ে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন, তবে বেশিদূর এগোয়নি, অষ্টম ওভারের শেষ বলে তামিমকে ফেরান ফার্গুনসন। ১৭ বলে ১৬ রান করেন তামিম।
Leave a Reply