1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের নিয়ে সেমিনার অনুষ্টিত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের নিয়ে সেমিনার অনুষ্টিত

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিনে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড ওয়েলফেয়ার সেন্টারের বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন: একত্রীকরন রেইজ প্রকল্পের ভূমিকা র্শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব সৌরেন্দ্র নাথ সাহা।


সেমিনারে ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মো: শাহজাহান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, অতি:জেলা ম্যাজিষ্ট্রেট রামানন্দ পাল, জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক রেজাউল করিম, দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিদেশ ফেরত জান্নাতুল নাইম ও তাসলিমা আক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক সাইদ আনোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাশউদা বেগম, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তাসহ বিদেশ প্রত্যাগত অভিবাসীগন উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকীসহ কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews