1. admin@thedailypadma.com : admin :
প্রতারণায় নিঃস্ব প্রবাসফেরত নেপাল স্ত্রী পুত্র নিয়ে পথে পথে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

প্রতারণায় নিঃস্ব প্রবাসফেরত নেপাল স্ত্রী পুত্র নিয়ে পথে পথে

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ১৭ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন, হাড়ভাঙ্গা পরিশ্রম দেশে ফিরে আপন ভাইদের প্রতারণার শিকার ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামের নেপাল চন্দ্র কাপাশিয়া (৪৬)।

প্রবাস জীবনে উপার্জন করা ৩৬ লাখ টাকা পাঠিয়েছিলেন দেশে তারই আপন বড় ভাই দুলাল কাপাশিয়ার কাছে। দেশে ফিরে সেই টাকার হিসেব চাইলে উল্টো তাকে ও তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা। থানায় মামলা করলেও প্রতিকার মিলছে না। একমাত্র শিশু সন্তানকে নিয়ে বিচারের আশায় তিনি এখন পথে পথে ঘুরছেন। ফিরতে পারছেন না বসতভিটায়।

আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে কান্নাবিজড়িত কন্ঠে জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এর বিচার দাবি করেন নেপাল। শহরের মুজিব সড়কের পাশে স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তার স্ত্রী ইতি লতা মন্ডল ও ৪ বছরের পুত্র চিত্র কাপাশিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেপাল চন্দ্র কাপাশিয়া বলেন, বাবা মৃত পবন চন্দ্র কাপাশিয়ার চার সন্তান তারা। ভাগ্য ফেরানোর আশায় তিনি ১৯৯৪ সালে মালয়েশিয়া যান। সেখানে টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। তখনো বিয়ে করেননি। বিদেশ থেকে উপার্জনের টাকা তিনি দেশে থাকা বড় ভাই দুলাল কাপাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। ২০১৪ সালে তিনি বিয়ে করেন। মাঝখানে ৬ বছর দেশে থেকে আবার বিদেশে যান। ২০১৭ সালে দেশে ফিরেন। এরপর বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাইলে শুরু হয় বিবাদ। এলাকার চেয়ারম্যান ও স্থানীয়রা এ নিয়ে সালিশ মিমাংসাও করে। সেখানে সর্বশেষ দুলালকে অনুরোধ জানানো হয় কমপক্ষে পাঁচ লাখ টাকা ফেরত দিতে। তিনদিন পরে সেই টাকা দেয়ার কথা হলেও সেই টাকাও আর দেননি। এরপর ওই টাকা চাইতে গেলে ভাই-ভাতিজাদের নিয়ে দুই দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুলাল কাপাশিয়া দুই দফায় হামলা করে জখম করে নেপালকে। তার স্ত্রীর ৭৫ হাজার টাকা দামের গহনা ছিনিয়ে নেয়। এনিয়ে নেপাল কাপাশিয়া ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী বিউটি বিশ্বাস থানায় দু’টি মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে, প্রবাস জীবনের সব উপার্জন হারিয়ে স্ত্রী ও পুত্রকে নিয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন।

নেপালের স্ত্রী ইতি লতা মন্ডল বলেন, বিয়ের পরেও দুই বছর বড় ভাইয়ের কাছে টাকা পাঠাতো তার স্বামী। এখন তারা শিশু পুত্রকে নিয়ে যাযাবরের মতো দিন কাটাচ্ছেন। তার আর সংসার গোছানো হলোনা। তিনি বলেন, বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে বড় ভাই দুলাল কাপাশিয়া কিছু জমি কিনে। তাদেরকে বাবার ভিটের একপাশে ঘর তুলে থাকতে বলেছিলো। এখন সেই ভিটাতেও যেতে দিচ্ছেনা। তিন ভাই একজোট হয়ে এখন তার স্বামীকে বাড়ি যেতে দিচ্ছেনা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,  নেপাল কাপাশিয়ার টাকা আত্মসাৎ করে তার ভাই জমিজমা কিনেছেন। বাজারে রড-সিমেস্ট ও শেয়ারের ব্যবসা করছেন।

এব্যাপারে জানতে দুলাল কাপাশিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে কথা হয় তার স্ত্রী পূর্ণিমা কাপাশিয়ার সাথে। পূর্ণিমা বলেন, নেপাল কাপাশিয়া যে কয়বার বিদেশ গেছে আমার স্বামীও তাকে টাকাপয়সা দিয়েছিলো। উনি এখন হিসাব দিতে পারছেন না। হামলার ব্যাপারে তিনি বলেন, জমি মাপার সময় উল্টো নেপাল লোকজন নিয়ে নেপাল কাপাশিয়া হামলা করে।

এ বিষয়ে আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, সালিশের মাধ্যমে নেপাল কাপাসিয়াকে ৫ লাখ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু একান্নবর্তী পরিবার হওয়ায় তাদের মা টাকা ফিরিয়ে দেয়ার বিষয়ে আপত্তি করে। এজন্য ওই টাকা আর ফেরত পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে ওই পরিবার ভোগান্তিতে রয়েছেন।

এব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই এসএম রিয়াদুজ্জামান বলেন, ভাইয়ে ভাইয়ে টাকা পয়সা ও জায়গা জমি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে৷ এনিয়ে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews