
দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার ফের মাঠে নামবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। টাইগাররা সাগরিকায় লড়াইয়ে নামবে সিরিজ জয়ের মিশনে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দু’দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সিরিজের আগ পর্যন্ত মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই লঙ্কানদের সিরিজ জয়, বাংলাদেশ জিতেছে কেবল ১টিতে, ২০২১ সালে মিরপুরে। আর ড্র হয়েছে এমন সিরিজের সংখ্যা ২টি। এবার চট্টগ্রামে ১-০’তে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি।
সিরিজ জয়ে তাসকিন আহমেদও শোনালেন আশার বাণী, ইনশাল্লাহ আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরও দুটা ম্যাচ আছে; পরের ম্যাচটাই মূল লক্ষ্য। তো এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ জিতব। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া নিয়ে তাসকিন বললেন, ‘ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
মাঠে নামার আগে পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার দিকে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যেরই প্রমাণ মেলে।
শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর সদ্যই শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে শান্তকে। ওয়ানডে ফরম্যাটে সবসময়ই শক্তিশালী দল বাংলাদেশ। সঙ্গত কারণেই নিজের প্রথম অ্যাসাইনমেন্টের সিরিজে হারতে চাইবেন না শান্ত।
স্বাভাবিকভাবেই আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন করতে চাইবে না বাংলাদেশ। এ জন্য টাইগারদের দ্বিতীয় ওয়ানডেতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্তটি ভুল ছিল বলে স্বীকার করেছে শ্রীলঙ্কা। শিশির যে সমস্যায় ফেলবে সেটি বুঝতে পারেনি তারা। শিশিরের কারণেই বোলিংয়ে সমস্যায় পড়ছে বোলাররা। সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডের দলে পরিবর্তন আনতে পারে লঙ্কানরা।
শ্রীলঙ্কার অলরাউন্ডার জানিথ লিয়ানাগে বলেন, এতটা শিশির আমরা কখনোই আশা করিনি। ৯২ রানে ৪ উইকেট পতনের পর আমরা ভেবেছিলাম সত্যিই ম্যাচ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে। কিন্তু শিশির যখন খেলায় প্রভাব ফেলে, তখন বল গ্রিপ করাটা বোলারদের জন্য সত্যিই কঠিন ছিল। কিন্তু তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল- হাসারাঙ্গা ডি সিলভা, চারিথ আসালঙ্কা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে।
Leave a Reply