
কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এ বছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। এতে করে ঢাকায় সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।
পুরস্কার পাওয়া অনুভূতি প্রকাশ করে জয়া তার ফেসবুকে লিখেন- ‘চতুর্থ বারের মত ফিল্মফেয়ার পুরস্কার বাংলায় আমাকে সম্মানিত করা হলো। ফিল্মফেয়ার কর্তৃপক্ষ এবং জুরিবোর্ডকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।’
তিনি আরো লিখেন- ‘আমার এই পুরস্কারের কৃতিত্ব কৌশিক দা, প্রযোজক সুরিন্দর ফিল্মস, চূর্ণি দি, সিনেমার সকল শিল্পী কলাকুশলী, পশ্চিম্বঙ্গে এবং বাংলাদেশে আমার সকল শুভানুধ্যায়ী, নির্মাতা, শিল্পী কলাকুশলী ও সাংবাদিক ভাই বোনদের। সবার ভালোবাসাতেই আমি একজন।’
এদিকে জয়ার এই অর্জন সিনেমার মূল চরিত্রকে এড়িয়ে পাশর্^চরিত্র দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন জয়া। ঢাকার সিনিয়র বিনোদন সাংবাদিক মাহফুজুর রহমান তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্টও দেন। সেখানে তিনি – “জয়া আহসান ফিল্মফেয়ার পেয়েছেন আবারও। তবে এবার পার্শ্বঅভিনেত্রী হিসেবে। অথচ তিনি ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। তার উচিত ছিল পুরস্কারটি না নেয়া।”
উদাহরণ টেনে মাহফুজ লিখেন- “১৯৭৭ সালে ‘জননী’ ছবির জন্য পার্শ্বঅভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবানা। তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেন। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ ছবির জন্য পার্শ্বঅভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। তিনিও পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। পুরস্কার ফিরিয়ে দেয়ার কারণ- তারা দুজনেই কেন্দ্রিয় চরিত্রে কাজ করেছিলেন। ফিল্মফেয়ার যত বড় পুরস্কারই হোক না কেন, তা শিল্পীর আত্মমর্যাদার ওপরে নয়।”
তার এমন পোস্টে অনিষ দাস অপু একজন কমেন্ট করেছেন। তিনি জয়াকে উদ্দেশ্য করে লিখেছেন- ‘বিগতযৌবনা এই মহিলার আদৌ কোন আত্মমর্যাদা আছে কি?’
বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় ২৯ মার্চ কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর।
এবারের মনোনয় তালিকায় ছিলেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের এই তরুণ গায়ক।
Leave a Reply