মাহবুব পিয়াল,ফরিদপুর : পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসন ফরিদপুরের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ১ কেজি ৬০০ টাকা করে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ডিসি মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াসিন কবির ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়াশন ফরিদপুর শাখার সভাপতি মীর কাশেম আলী উপস্থিত ছিলেন ।
২৭,২৮ ও ২৯ রমজান (৭,৮ ও ৯ এপ্রিল ২০২৪) এই কার্যক্রম চলবে। একজন ক্রেতা ৬০০টাকা করে ১ কেজি গরুর মাংস ক্রয় করতে পারবেন।
ডিসি মোঃ কামরুল আহসান তালুকদার জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের নানা উদ্যোগের একটি ৬০০টাকায় গরুর মাংস,১১ টি ডিম ১০০ টাকা, ১ লিটার দুধ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
Leave a Reply