ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয় বলে দেশটির জ্বালানি কোম্পানি সেনত্রেনেরহ জানিয়েছে। খবর: বিবিসি ও রয়টার্সের।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপিল্লা বিদ্যুৎ কেন্দ্রটি কিয়েভসহ তিনটি অঞ্চলের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্র ছিল।
সেনত্রেনেরহ কোম্পানির চেয়ারম্যান আন্দ্রি হুচা বলেন, ধ্বংসের মাত্রা ভয়াবহ। রাশিয়া দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যস্থল করে আসছে।
বৃহস্পতিবার ভোরে ওই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির ট্রান্সফরমার, টারবাইন ও জেনারেটরগুলো’ ধ্বংস হয়ে গেছে।
তিনি আরো বলেন, রাশিয়া সবকিছু ধ্বংস করে দিয়েছে, পুরো ১০০ শতাংশ।
বৃহস্পতিবার আকাশপথে ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এ সময় কিয়েভ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ত্রিপিল্লা বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়। হামলার পর কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন ধরে যায়।
সেনত্রেনেরহর চেয়ারম্যান জানান, কেন্দ্রটিতে অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ওই শিফটের কর্মীরা কেন্দ্রটি থেকে বের হয়ে যেতে পেরেছিলেন, কারণ প্রথম ড্রোনটি আঘাত হানার পরপরই তারা আড়ালে যাওয়ার জন্য দৌঁড় শুরু করেছিলেন।
Leave a Reply