ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলায় অনুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন। ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হন। সে মামলার প্রধান আসামি করা হয় আদনান হোসেন অনুকে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সবুজ হত্যার ঘটনাটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। সে মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি অনু পলাতক ছিলেন। জেলা ছাত্রদলের সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রাতে বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই তার বাবা শহীদ মোল্লা হত্যা মামলা করেন। এ মামলায় আদনান অনুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮-১০ জনকে।
Leave a Reply