1. admin@thedailypadma.com : admin :
বাগজোলা খালে এমপি আনারের দেহাংশ পাওয়া সম্ভব নয় - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারাবিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরাও উপভোগ করলো মহাজাগতিক এক নিদর্শন এক নজরে বিশ্ব সংবাদ: ৭ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ৮ সেপ্টেম্বর প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩ জন মারা গেছেন গাজা সিটির বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গাজাজুড়ে ইসরায়েল চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব; একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি

বাগজোলা খালে এমপি আনারের দেহাংশ পাওয়া সম্ভব নয়

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭২ Time View
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতার পাশ্ববর্তী অঞ্চল ভাঙ্গরের কৃষ্ণ মাটি ও জিরানগাছার বাগজোলা খালে ফেলা হয়েছে তার দেহাংশ। কিন্তু, বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও কোনো আশার আলো দেখা যায়নি।
এদিকে ভাঙ্গরের স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, এই খালে দেহাংশ পাওয়া সম্ভব নয়। এই অঞ্চলে প্রচুর শিয়াল, বনবিড়াল আছে। এই খালে পানির যা স্রোত তাতে দেহাংশ পাওয়া বেশ কঠিন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দেহাংশ খালের পানিতে ফেলা হলে পানির টানে চলে যাবে। দেহাংশ সহজে পাওয়া যাবে না।
প্রসঙ্গত, কলকাতার পাশ্ববর্তী শহরাঞ্চল বরাহনগর বিধানসভা এলাকার ডানলপের কাছ থেকে শুরু হয়ে কলকাতার বহু এলাকা পেরিয়ে কুলটির ঘুসি ঘাটার কাছে গিয়ে বিদ্যাধরী নদীতে মিশে গেছে এই বাগজোলা খাল। কোথাও এই খালের দুই ধারে গড়ে উঠেছে বসতি। আবার কোথাও এই খালের দুই ধারে ঘন জঙ্গল।
পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়া প্রায় ৪০ কিলোমিটার এই জলপথের দুটি অংশ রয়েছে। এই খালের সঙ্গে প্রায় ৭ থেকে ৮টি খাল এসে মিশেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, ওই সব শাখা খাল দিয়ে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সব পানি বাগজোলা খালে পরে। এই খালে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তাই পানি বা ডাঙায় এমপি আনারের দেহাংশ খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। স্থানীয় লোকজনও এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।
ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসার আগেই খুন হন আনোয়ারুল আজীম। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত বুধবার (২২ মে) তার খুনের বিষয়টি সামনে আসে। এরপরেই ঘটনার তদন্তের দায়িত্ব পরে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে গ্ৰেফতার হয় এক বাংলাদেশি নাগরিক। জিহাদ হাওলাদার নামে ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘোলিয়া থানার বারাকপুর গ্রামে। তার পিতার নাম জয়নাল হাওলাদার।
জিহাদ হাওলাদার সিআইডি জেরায় স্বীকার করেছেন যে, আখতারুজ্জামানের নির্দেশে তিনি এমপি আনারকে তার নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারপর তারা ফ্ল্যাটের মধ্যেই পুরো শরীর থেকে মাংস আলাদা করেন এবং পরিচয় নষ্ট করার জন্য মাংসের কিমা করে তারপর সবকিছু পলিথিনের প্যাকে রাখে। পাশাপাশি হাড়গুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে প্যাক করা হয়। এরপর থেকে ওই প্যাকেটগুলো ফ্ল্যাট থেকে বের করে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews