মাহবুব পিয়াল ,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট ডাবলব্রীজ আলোর দিশারী ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার বিকেলে অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মমিনখার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল হকের সভাপতিত্বে এ সময় মাছরাঙ্গা সুপার শপ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোল্লা, সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, আল আরাফাত প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ফরহাদ মিয়া, ব্যবসায়ী আতিয়ার রহমান, ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিস আলী মোল্লা, রাশেদুল ইসলাম সোহাগ, তানভীর রহমান নাহিদ,হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে নাঈম নিউ ফ্যাশন দল ৫-০ গোলে সোহেল মার্কেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। টুর্নামেন্টের শুরু থেকে রেফারির দায়িত্ব পালন করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মানিক শেখ।
এ সময় টুর্নামেন্টে সেরা খেলোয়ার, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়ার , সেরা গোলদাতা ও সেরা গোলকিপারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।
Leave a Reply