মাহবুব পিয়াল,ফরিদপুর : নিজের জন্মদিনে আনন্দ উৎসব না করে গত তিন বছর ধরে রাস্তার পাশে পড়ে থাকা অসহায় ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছেন ফরিদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মোঃ সোহানুর রহমান সোহান।
এ বছর তার জন্মদিনে বৃহস্পতিবার (২৬) সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, কোট চত্বর, ও রেল স্টেশনে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করেনসোহানুর রহমান সোহান।
সোহান জানান , আমি আমার জন্মদিনে কেক কেটে আনন্দ করে অনেক টাকা খরচ করতাম, কিন্তু একটা সময় মনে হল এই টাকাগুলো দিয়ে আমি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, তারপর থেকেই আমার জন্মদিন ছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমার উপার্জনের একটি অংশ দিয়ে শহরের বিভিন্ন জায়গায় পড়ে থাকা অসহায় ভারসাম্যহীন মানুষের মাঝে একবেলা খাবার তুলে দিয়ে আসছি। আজ আমার এই যাত্রার তিন বছর পূরণ হলো। তিনি আরো বলেন, ভবিষ্যতে তার এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং অবহেলিত মানুষের জন্য আরো ভালো কিছু করার চেষ্টা থাকবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ সোহানুর রহমান সোহানের এর মেয়ে তোয়াসিন সোহাদা, খোকন প্রামানিক, মোঃ বাবু, খালিদ হাসান, মোঃ জনি ও সেলিম শেখ।
Leave a Reply