মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি : মহান ভাষা অন্দোলনের অকুতোভয় সৈনিক, তমদ্দুন মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সভাপতি, একুশে পদক প্রাপ্তবিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীন সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর এর মৃত্যুতে ফরিদপুরে স্মরনসভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
“ফরিদপুর তমদ্দুন মজলিস” এর উদ্যেগে বুধবার(৯অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনের এ স্মরন সভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়।
“ফরিদপুর তমদ্দুন মজলিস” এর সভাপতি প্রফেসর মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মো: মুনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় মরহুম আব্দুল গফুরের কর্মময় জীবনের বর্ণাঢ্য নানা দিক তুলে ধরে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক ও শিক্ষাবিদ প্রফেসর শেখ আব্দুস সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম,আব্দুল হালিম, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনজুরুল ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এবিএম সাইফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ম.হালিম, প্রফেসর মো: বেলাল হোসেনসহ অন্যান্যরা।পরে মরহুম অধ্যাপক আব্দুল গফুরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
মৃত্যুর আগ পর্যন্ত অধ্যাপক আব্দুল গফুর দৈনিক ইনকিলাব পত্রিকার ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
Leave a Reply