চিশতী পিয়াল ,ফরিদপুর : ফরিদপুরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরে বিশিষ্ট বিএনপি নেতা নুরুল আলম খান নান্টুর নিজ উদ্যোগে শহরের চরকমলাপুর এলাকার তার নিজ বাসভবনে শনিবার বিকেলে এই দোয়া আলোচনা ইফতারের আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ইছা।
বিএনপি নেতা নুরুল আলম খান নান্টুর সভাপতিত্বে অনুষ্টানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ন আহবায়ক ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহিলাদল নেত্রী বিলকিস ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, যুগ্ন আহবায়ক শেখ সুলতান মাসুদ সহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পুর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply