1. admin@thedailypadma.com : admin :
চৌধুরী শায়লা কামাল শুধু একজন মা নন, তিনি ছিলেন শক্তি, সাহস ও অনুপ্রেরণার বাতিঘর - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

চৌধুরী শায়লা কামাল শুধু একজন মা নন, তিনি ছিলেন শক্তি, সাহস ও অনুপ্রেরণার বাতিঘর

  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : চৌধুরী শায়লা কামাল শুধু একজন মা নন, তিনি ছিলেন শক্তি, সাহস ও অনুপ্রেরণার বাতিঘর। চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন নীরব সংগ্রামী, ছায়ার মতো পাশে থাকা এক মহীয়সী নারী। তাঁর স্নেহ, ভালোবাসা, আর অদম্য প্রেরণায় আলোকিত হয়েছে অসংখ্য মানুষ, উজ্জ্বল হয়েছে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।


তাঁর চলে যাওয়ায় ফরিদপুর হারাল এক মমতাময়ী মাতৃস্নেহের আশ্রয়, এক পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে। তাঁর শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়, কিন্তু তাঁর আদর্শ ও ভালোবাসা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। সোমবার ফরিদপুরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচকদের বক্তব্যে উঠে আসে চৌধুরী শায়লা কামালের বর্ণাঢ্য জীবনের স্মৃতি কথা।

ফরিদপুরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের শ্রদ্ধেয় মাতা চৌধুরী শায়লা কামালের আত্মার মাগফিরাত কামনায় ময়েজউদ্দিন হাই স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌধুরী কামাল স্মৃতি সংঘের সভাপতি ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এ. বি. এম. সাত্তার।
এ সময় জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,কৃষক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহিদুল ইষলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহŸায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহŸায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহŸায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম লিটন, মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, ফরিদপুর মহানগর বিএনপির আহŸায়ক এ. এফ.এম কাইয়ুম জঙ্গি, চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী সাদাব ইউসুফ, বেনজির আহমেদ তাবরিজ, বিএনপি নেতা হাবিবুর ইসলাম হাবিব, মো: জাহাঙ্গীর হোসেন, ডা: মোস্তাফিজুর রহমান শামিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো:কবিরুল ইসলাম সিদ্দীকি,সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, আব্দুল লতিফ কন্ট্রাক্টর, মো: জাহাঙ্গির হোসেন, এমদাদুল হক ইমদাদ, কে. এম জাহাঙ্গীর, শাহরিয়ার শিথীল, আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মুনিবুর রহমান ক্যাপ্টেন সোহাগসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মরহুম কামাল ইবনে ইউসুফ ও তার সহধর্মিণীর স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তার রাজনৈতিক আদর্শ, সমাজ উন্নয়নে তার অবদান ও দলের প্রতি তার নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তার দেখানো পথে চলেই ফরিদপুরকে এগিয়ে নিতে হবে। মরহুমের আত্মার শান্তি কামনা করে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews