1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের আলোচিত সেই অনার্স ,মাস্টার্স পাশ করা রিক্সা চালক জুলহাস ব্যাপারীর চাকরী হয়েছে। - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় অতিবর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে: প্রিয়াঙ্কা ইসরায়েলি ড্রোন হামলায় এবার ইরানের পুলিশপ্রধান নিহত ব্রিটিশ সরকার পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘অত্যন্ত সহায়ক’ ভূমিকা পালন করছে: প্রধান উপদেষ্টা ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা : জামায়াত মধ্যপ্রাচ্যে সব মার্কিন সাম‌রিক ঘাঁ‌টি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে বাঁচাতে এলে তাদের ওপরও হামলা করবে ইরান

ফরিদপুরের আলোচিত সেই অনার্স ,মাস্টার্স পাশ করা রিক্সা চালক জুলহাস ব্যাপারীর চাকরী হয়েছে।

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : একজন উচ্চশিক্ষিত মানুষের রিকশা চালানো যেন সমাজের এক কঠিন বাস্তবতা। ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা জুলহাস ব্যাপারীর জীবনের গল্প ছিল অসহায়তা, বেদনা আর সংগ্রামের প্রতিচ্ছবি।

এই হতাশাজনক বাস্তবতাকে সামনে এনে সম্প্রতি  কয়েকটি দৈনিক পত্রিকায় “অনার্স মাস্টার্স করা জুলহাসের জীবন চলছে রিক্সার প্যাডেলের জটিল সমীকরণে” শিরোনামে  প্রতিবেদন প্রকাশিত হয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এই প্রতিবেদনটি  ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়ালের আন্তরিকতা ও প্রচেষ্টাতে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর অসংখ্য ফোন এবং চাকরির প্রস্তাব আসতে থাকে জুলহাসের জন্য। রিপোর্ট প্রকাশের পর জুলহাসের জন্য ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মাহবুব পিয়ালের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি – এফডিএ’র প্রতিষ্টাতা পরিচালক মো: আজহারুল ইসলাম।

জুলহাসের শিক্ষাগত যোগ্যতা, বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং পরিবার থেকে দূরে না যাওয়ার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে ফরিদপুরেই একটি সম্মানজনক চাকরির প্রস্তাব দেন তিনি। জুলহাস ছাড়াও এমন শত শত বেকারের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন ফরিদপুরের এই মানবিক মানুষ  মো: আজহারুল ইসলাম। সকল দিক বিবেচনা করে জুলহাস এফডিএ-তে যোগদানের সিদ্ধান্ত নেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে  রবিবার (২৭ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দেন। দুপুর ১২টায় তার হাতে চাকুরীর নিয়োগ পত্র তুলে দেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি – এফডিএ’র প্রতিষ্টাতা পরিচালক মো: আজহারুল ইসলাম। এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব পিয়াল,এফডিএ’র নিবাহী পরিচালক আবু ছাহের আলম, আশিকুল ইসলাম পাভেল, সাংবাদিক সোহানুর রহমান সোহান,জাকিব আহমেদ জ্যাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জুলহাসকে নিয়ে লেখা প্রতিবেদন পড়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা বিশিষ্ট সমাজসেবক, অটো টেক্স গ্রুপের নিবার্হী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম- সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, সমাজসেবী ও মানবাধিকার কর্মী তাহমিনা ইকবাল লাকী সহ ফরিদপুরের অসংখ্য সমাজসেবী ও ব্যবসায়ী তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে তার পাশে দাঁড়ান।

চাকরিতে যোগদানের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন জুলহাস ব্যাপারী। তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে পাশে দাঁড়িয়েছে একটি সংবাদ এবং কিছু মানবিক হৃদয়। বিশেষ করে আমি কৃতজ্ঞ ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব পিয়াল ভাইয়ের প্রতি। রিপোর্টার সোহানুর রহমান ভাই এবং জ্যাকিব  ভায়ের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই প্রতিবেদন না হলে আজও হয়তো আমি রিকশার প্যাডেলই ঘোরাতাম।

“ছেলের জীবনে এভাবে আলোর দ্বার খুলে যাবে, তা কখনো ভাবেননি জুলহাসের বৃদ্ধ বাবা-মা। অনেক কষ্ট আর সংগ্রামের সাক্ষী তারা। সংবাদ প্রকাশের পর যখন একে একে সহায়তার হাত বাড়তে থাকে, তখন আবেগ ধরে রাখতে পারেননি তারা। ছেলের চাকরির খবর শুনে চোখ ভিজে ওঠে আনন্দে। তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট সবার প্রতি।

এই গল্প আবারও প্রমাণ করে, একটি সত্য ও মানবিক প্রতিবেদন কত বড় পরিবর্তন আনতে পারে। শিক্ষার মূল্য, সংগ্রামের মর্যাদা এবং সাংবাদিকতার মানবিক শক্তির একটি বাস্তব উদাহরণ হয়ে থাকবে জুলহাস ব্যাপারীর জীবনের গল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews