1. admin@thedailypadma.com : admin :
চরভদ্রাসনে উদ্দীপন সোলারের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্তর উদ্বোধনী অনুষ্ঠান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

চরভদ্রাসনে উদ্দীপন সোলারের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্তর উদ্বোধনী অনুষ্ঠান

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : দেশের স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠানের উদ্দীপন সোলার মিনি গ্রীড প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় ১ নং চরহরিরামপুর ইউনিয়নের ৫ নং ওযার্ডের চরশালেপুর গ্রামে উদ্দীপন কর্তৃক নির্মিত সোলার মিনিগ্রীডের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

গত শনিবার( ২৪-০৫-২০২৫) এর আনুষ্টান উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসিত কুমার ভৌমিক, পরিচালক (কারিগরী) নবায়নযোগ্য জ্বালানী পরিদপ্তর, বাপবিবো ঢাকা। অয়ন মজুমদার,উপ-পরিচালক (কারিগরী)নবায়নযোগ্য জ্বালানী পরিদপ্তর,বাপবিবো ঢাকা।মোস্তাফিজুর রহমান,সহকারী প্রকৌশলী, এনার্জি অডিট এন্ড ট্যারিফ,বাপবিবো ঢাকা। মোঃআলআমিন,উপ-সহকারী প্রকৌশলী,নবায়নযোগ্য জ্বালানী পরিদপ্তর,বাপবিবো ঢাকা। এসএম নাসিরউদ্দিন,জেনারেল ম্যানেজার,ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিসজীবপাল,ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরী),ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মোঃ হাবিবুল্লাহ জনি এজিএম (কম) চরভদ্রাসন সাব-জোনাল অফিস।

উদ্দীপন প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন মোঃ আবুল ফজল (উপ-পরিচালক) এমএফপি, মোহাম্মদ আলী সরকার (ব্যবস্থাপক) রিনিউয়্যাবল এনার্জি, মোঃ নজরুল ইসলাম (ব্যবস্থাপক) অর্থ ও হিসাব বিভাগ, মামুনুর রশিদ (ব্যবস্থাপক) এমএফপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম (জোনাল ব্যবস্থাপক) বরিশাল জোন, মো: জসীম উদ্দীন (আঞ্চলিক ব্যবস্থাপক) ফরিদপুর অঞ্চল, মোঃ ফয়সাল বিশ্বাস (শাখা ব্যবস্থাপক ও প্লান্ট ইনচার্জ,চরশালেপুর শাখা, মোঃ ফজলুর রহমান প্লান্ট ইনচার্জ উদ্দীপন সোলার মিনি গ্রীড, সিরাজগঞ্জ মো:রাসুল করিম খান (রিজভি), মো: নিজাম উদ্দিন(জোনাল অফিস হিসাব রক্ষক) বরিশাল জোন।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এবং IDCOL-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা প্রকল্পের কারিগরি সহায়তা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই উদ্বোধনের মাধ্যমে উদ্দীপনের বাস্তবায়িত সোলার মিনিগ্রিড প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সংযুক্ত হলো। এর মাধ্যমে একদিকে চরাঞ্চলের বিদ্যুৎ সুবিধা সম্প্রসারিত হবে, অন্যদিকে পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত একইসাথে উদ্দীপন বিশ্বাস করে, উন্নয়নের আলো শুধু ঘর নয়—সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews