1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১ জুলাই ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১ জুলাই ২০২৫

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস: পরিকল্পনা সঠিক পথেই আছে
বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে নানামূখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, তার পরিকল্পনা সঠিক পথেই আছে।

ফোনালাপ ফাঁস বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
ফাঁস হওয়া এক ফোনালাপ নিয়ে তদন্তের মুখে থাকা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ গ্রহণ করেন এবং ৭-২ ভোটে তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

গাজায় মার্কিন-ইসরায়েলি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ চায় ১৩০ সংস্থা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি সাহায্য সংস্থা ও আরও কিছু এনজিও। যেসব সংস্থা বিতর্কিত এই সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি করেছে তার মধ্যে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্টির মতো সংস্থাও রয়েছে।

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। এক যুগেরও বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ জুন) এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সিরিয়া?
প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার নতুন নেতৃত্বে অঞ্চলভিত্তিক সম্পর্ক পুনঃগঠনের পথে এগোচ্ছে এবং এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে—দেশটি কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে?

বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখলো যুক্তরাজ্য
যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার (১ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেন্ট শহরের ফ্রিট্টেনডেনে স্থানীয় সময় দুপুর ১য় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য প্রাণরক্ষা
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি প্লেন মাঝআকাশে হঠাৎ ৯০০ ফুট নিচে নেমে গিয়েছিল। গত ১৪ জুন ভিয়েনাগামী প্লেনটি উড্ডয়নের পরপরই এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলাকালীন দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

সামরিক বাজেট বাড়ালে ন্যাটোর পতন ঘটবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত ‘ধ্বংসাত্মক’ পরিণতি ডেকে আনবে এবং শেষ পর্যন্ত এই সামরিক জোটের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

হার্ভার্ডের জন্য সব ফেডারেল তহবিল বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়টির জন্য সব ধরনের ফেডারেল তহবিল বাতিলের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কি ভেস্তে যাচ্ছে?
৯ জুলাইয়ের নির্ধারিত সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে উঠছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত ‘বিগ, বিউটিফুল’ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা। তবে দুই দেশের মধ্যে কঠিন দরকষাকষিতে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে।

জুলাইয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেতৃত্ব দেবে পাকিস্তান
পাকিস্তান মঙ্গলবার (১ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এটি পরিষদের ১৫ সদস্যের মধ্যে পাকিস্তানের অষ্টম মেয়াদ এবং ২০১৩ সালের পর প্রথমবারের মতো সভাপতিত্ব পালন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews