গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম বেড়েই চলেছে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে চাপ বেড়েছে। এখন বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৪ জুলাই) শান্তিনগর, মালিবাগ, রামপুরা ও খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১৬০ টাকা, শসা ৮০ টাকা এবং কাঁকরোল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৬০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
শান্তিনগর বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, ‘সবজির দাম কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে। আজও অনেক দামে কিনতে হলো। হঠাৎ করে সব কিছুর দাম কেন বাড়ছে বুঝতে পারছি না।’
সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মালিবাগ বাজারের বিক্রেতা রাজু আহমেদ বলেন, ‘অনেক সবজির মৌসুম শেষ। ফলে সরবরাহ কমে গেছে, দাম তাই বাড়ছে। নতুন মৌসুমের সবজি উঠলে দাম কিছুটা কমবে।’
রামপুরা বাজারের বিক্রেতা আলমগীর হোসেন জানান, ‘আমাদেরও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে। ক্রেতারাও এখন এক কেজি না কিনে আধা কেজি করে নিচ্ছেন। বিক্রিও আগের তুলনায় কমে গেছে।’
বিক্রেতারা মনে করছেন, নতুন করে সবজি বাজারে আসা শুরু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে আপাতত সবজির বাজারে স্বস্তি ফেরার কোনো ইঙ্গিত নেই।
Leave a Reply