ফরিদপুরে গন অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবি ও রাষ্ট্র সংস্কার দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
গণধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হক, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী প্রমুখ। সভায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন । এ ছাড়া গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন । তারা অবিলম্বে রাষ্ট্র সংস্কার করার জন্য অন্তবর্তী কালীন সরকারের নিকট দাবি জানান ।
Leave a Reply