মাহবুব পিয়াল, ফরিদপুর : ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফরিদপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর জেলা প্রশাসন,যুব উন্নয়ন অধিদপ্তর ও ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয় । ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস , উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান , জেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো:মইনুল হোসেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকারসহ অন্যান্যরা।
ম্যারাথন টি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। ম্যারাথনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা বৃন্দ, সাবেক খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply