ফরিদপুর প্রতিনিধি, ২০ জুলাই ২০২৫ (রবিবার): ফরিদপুর সদর এলাকায় একটি বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পাভেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ফাইজুস পাভেল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র মামলা এবং পাঁচটি মাদক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরে পাভেলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফরিদপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে গঠিত একটি যৌথ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাভেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার করার সময় পাভেলের কাছ থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার টাকা এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বর্তমানে গ্রেপ্তারকৃত ফাইজুস পাভেলকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নতুন করে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাবে তারা। এই গ্রেপ্তার ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply